Imp verses. Jsy

মদিনার ইউনিভার্সিটিতে পড়ে
জামেয়াতুল উলূমুল ইসলামিয়া ইউনিভার্সিটিতে পড়ে,
মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে পড়ে,
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়ে,
আরও অনেক ইউনিভার্সিটিতে পড়ে ডঃ মাহবুবুল্লাহ যশোরী
বলছে,

(১) এই কুরআন আমাদের জন্য যথেষ্ট ২৯/৫১ আয়াত মতে।
(২) শুধু কুরআনকে মায়ের ভাষায় পড়লে গোমরা হওয়া থেকে বাঁচা যাবে ১৯/৯৭ আয়াত মতে।
(৩) রবের পাঠানো আহসানুল হাদিস মানলেই চলবে ৩৯/২৩ আয়াত মতে।
(৪) কুরআনের প্রতিটি আয়াত উপদেশ লাভের জন্য আল্লাহর সহজ করে দিয়েছেন ৫৪/১৭,২২,৩২,৪০ আয়াতগুলি মতে।
(৫) কোরআনকে বুঝার জন্য,কোরআনকে মানার জন্য,কোরআনকে প্রচার করার জন্য মানুষের লেখা কোন গ্রন্থের প্রয়োজন পড়ে না।
২১/১০,৫/৬৭,৪৪/৫৮ আয়াতগুলি মতে।
(৬) যে ব্যক্তি শুধু কোরআন মেনে জীবন কাটাবে সে অবশ্যই মুসলিম থাকবে।
ওই লোকগুলি কোনদিন মুসলিম থাকতে পারবে না যারা কোরআনের বিপরীত মানুষের লেখা কোন গ্রন্থকে মেনে জীবন কাটাবে ৩/৮৫ আয়াত মতে।
(৭)কোরআন কেবল ঐ সকল লোকদেরকে পথ দেখায় যারা জীবিত। কোরআন মৃত ব্যক্তিদের জন্য আসেনি।
কোরআন মৃত ব্যক্তিদেরকে কবরে যাওয়ার পূর্বে ২/১৭৭ আয়াত মেনে মুত্তাকিন হতে বলে।
(৮) যারা শুধু কুরআন মেনে চলে, তারা ইয়াহুদী ও খৃষ্টানদের দালাল হতে পারেনা ৫/৫১ আয়াত মতে।
(৯) যে সমাজে বড় বড় ডিগ্রিধারী মৌলবীরা কোরআনের ব্যাপারে মিথ্যাচারে ব্যস্ত রয়েছে তাদেরকে আমরা উলামায়ে রব্বানী না বলে উলামায়ে ক্রাইম বলতে বাধ্য হই।
কারণ তারা সবাই কোরআনের ইসলাম আসার পরে নিজেদের মাঝে মতবিরোধ ঘটায় ২/২১৩ আয়াত মতে।
(১০) ডক্টর মাহবুবুল্লাহ যশোরী আপনাদেরকে বাধ্য করছে না ২/২৫৬ আয়াত মতে কোরআনের ইসলাম মানার ব্যাপারে।
তবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছে
আপনারা বাংলাদেশী সেবা পার্টি তে এসে রবের দেওয়া ন্যায় তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করতে পারেন।
মনে রাখবেন
আমাদের পার্টি দুর্নীতিমুক্ত
দুষ্কৃতী মুক্ত
ভ্রষ্টাচার মুক্ত
আমরা নৈরাজ্য সৃষ্টি করি না
আমরা জঙ্গিবাদের সাপোর্ট করি না
আমরা আগুন খোর উলামা ও বক্তাদের পক্ষে কথা বলি না
আমরা সকল বাতিল মতবাদ যারা তৈরি করেছে তাদের থেকে দূরে থাকি আল্লাহ তাআলার আয়াত নিয়ে।