খাতনা করা কি সৃষ্টির বিকৃতি?

Ramjan hossain fbfd

খাতনা করা কি সৃষ্টির বিকৃতি? নাকি ধর্মিয় রিতি? আসুন এই বিসয়ে আলোচনা করা জাক, অনেক ভাই কোরআন থেকে একটি আয়াত তুলে ধরে প্রমান করতে চান খাতনা করা নাকি সৃষ্টির বিকৃতি সেই আয়াতটি হলো এই।।
সূরা নিসা আয়াত ১১৯

তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে আশ্বাস দেব; তাদেরকে পশুদের কর্ণ ছেদন করতে বলব এবং তাদেরকে আল্লাহর সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব। যে কেউ আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হয়।
# এখানে পশুদের কর্ণ ছেদন করতে বলব,,এই কথাটি আল্লাহ রুপক অর্থে ব্যবহার করেছেন,,জেই সমস্ত অনলি কোরআনের অনুসারী ভাইয়েরা বলে থাকেন কোরআন নাকি সহজ দয়া করে তারা এই রুপক অর্থের ব্যাখ্যাটা করে জাবেন,,এই ৪:১১৯ নং আয়াত দ্বারা প্রমান করতে চান খাতনা করা নাকি সৃষ্টির বিকৃতি আসুন কোরআন থেকে আরেকটি আয়াত পেশ করি দেখাযাক সেই আয়াত কি বলে??
সূরা আল ইমরান (آل عمران), আয়াত: ৬

অর্থঃ তিনিই সেই আল্লাহ, যিনি তোমাদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে, যেমন তিনি চেয়েছেন। তিনি ছাড়া আর কোন উপাস্য নেই। তিনি প্রবল পরাক্রমশীল, প্রজ্ঞাময়।
###পাঠক বৃন্দ ভালো করে লক্ষ করুন উক্ত আয়াতে আল্লাহ বলেন, যিনি তোমাদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে যেমন তিনি চেয়েছেন,,আপনারা দেখেছেন অনেক মানুষ ঠোট কাটা হয়ে জন্ম গ্রহন করেন,হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, জোরা লাগানো ও জমজ শিশু ইত্যাদি জন্ম গ্রহন করে পরবর্তিতে তাদেরকে অপারেশনের মাধ্যমে সেপারেট করা হয় বা আলাদা করা হয় তাহলে খাতনা করানো যদি সৃষ্টির বিকৃতি হয় তবে এগুলো কেন সৃষ্টির বিকৃতি হবেনা?? ৩:৬ আয়াত মতে আল্লাহ বলেছেন যেমন তিনি চেয়েছেন,তবে কেন আপনারা এইগুলোকে সৃষ্টির বিকৃতি বলেন না?? মুলত মানুষ বেচে থাকার জন্য মানুষের ভালোর জন্য মানুষ অনেক কিছুই করতে পারে একটা বিসয় মাথায় রাখতে হবে অনন্যপায় হলে আল্লাহ মানুষকে শুকরও খেতে বলেছেন মোট কথা মানুষের সুবিধার জন্য আল্লাহ সরবচ্য ছার দিয়েছেন,, #প্রকৃত পক্ষে এগুলি সহ খাতনা করানো সৃষ্টির বিকৃতি নয়,,,
#আসুন দেখাজাক সৃষ্টির বিকৃতি কাকে বলে সৃষ্টির বিকৃতি হচ্ছে তাই জা আল্লাহ করেননি তা মানুষ চেন্জ করে তাকে পরিবর্তন করেছে,, যেমন কোন পুরুষ তার হরমোন চেন্জ করে ও তার লিঙ্গ পরিবর্তন করে মহিলা হওয়া,তেমনি ভাবে নারির ক্ষেএেও প্রযোয্য,,আবার কোন নারি বা পুরুষ হরমোন চেন্জ করে হিজরা হওয়া,,,আবার কোন পুরুষ বা নারী নিজের শরির সারজারির মাধ্যমে কালো থেকে সাদা করা বা সাদা থেকে কালো করা ইত্যাদি বিঃদ্রঃ আমার দৃষ্টিতে এইগুলো হলো সৃষ্টির পরিবর্তন,,খাতনা করানো সৃষ্টির পরিবর্তন নয়, আপনাদের মতামত আশা করছি সকলকে ধন্যবাদ।