60টি হাদিসের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোন সম্পর্ক নেই-Yasuri

এই 60টি হাদিসের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোন সম্পর্ক নেই তবে আরব্য মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের সম্পর্ক রয়েছে।

১. মেয়েদের ব্যবহার
করতে হবে গন্ধবিহীন
পারফিউম (Abu Dawud
32:4037)

২. মুত্রত্যাগের পর
লিঙ্গাগ্রে ঢিলা-কুলুপ
(মাটির তৈরি) ব্যবহার
না করলে দোজখ (Sahih
Bukhari 1:4:215)

৩. যৌনকর্মের শুরু এবং শেষ
আল্লাহর নাম
নিয়ে করলে সন্তান শয়তান
থেকে দূরে থাকে (Sahih
Bukhari 1:4:143)

৪.শৌচকর্ম শেষে ব্যবহার্য
পাথরের
সংখ্যা হতে হবে বেজোড়
(Sahih Muslim 2:463
Sahih Bukhari 1:4:162)

৫.ভোরবেলা সূর্য
ওঠে শয়তানের মাথায় দুই
প্রান্তের মধ্য দিয়ে (Sahih
Bukhari 4:54:494)

৬.ভালো স্বপ্ন দেখায়
আল্লাহ আর খারাপ দেখায়
শয়তান (Sahih Bukhari
4:54:513)

৭.উকুন থেকে পরিত্রাণ
পেতে প্রয়োজন রোজা রাখা /
খাওয়ানো /
ছদকা দেওয়া (Sahih
Bukhari 7:71:604)

৮.কেয়ামত আসার লক্ষন
বোঝার উপায় নারীর
পশ্চাদ্দেশ (Sahih Bukhari
9:88:232)

৯.অবৈধ যৌন সম্পর্ক
করলে পাথর মেরে হত্যার
বিধান বানর প্রজাতিতেও
বিদ্যমান (Sahih Bukhari
5:58:188)

১০.জন্মের সময় সন্তান
কাঁদে শয়তানের
স্পর্শে (Sahih Bukhari
4:54:506)

১১.চন্দ্র-সূর্যের গ্রহন
ঘটে মানুষকে ভয় পাওয়ানোর
উদ্দেশ্যে (Sahih Bukhari
2:18:158)

১২.যৌনকর্মের সময়
‘আল্লাহর ইচ্ছা’ বললেই জন্ম
নেবে পুত্র সন্তান (Sahih
Bukhari 4:52:74i)

১৩. কোন
মহিলা পরচুলা ব্যবহার
করলে তার ওপর বর্ষীত
হবে অভিশাপ (Sahih
Bukhari 6:60:409 )

১৪. সবুজ বা সাদা রঙের জার
ব্যবহার হারাম (Sahih
Bukhari 7:69:501)

১৫.ঘোড়া এবং উটের
অধিকারীরা অহংকারী (Sah
ih Bukhari 4:54:520)

১৬. প্রার্থনার
সারি সোজা না রাখলে চেহা
রা পরিবর্তিত
হয়ে যাবে (Sahih Bukhari
1:11:685)

১৭.রৌপ্য পাত্রে পান
করা মানে নরকের আগুন
পেটে ঢুকানো (Sahih
Bukhari 7:69:538)

১৮. আল্লাহর পাঠানো খাবার
খেয়ে নবীর যৌন
শক্তি বৃদ্ধি (Ibn Sa’d’s
Kitab Tabaqat Al-Kubra,
Volume 8, Page 200)

১৯.খালি হাতে নবী কতৃক
শয়তানের
গলা টিপে ধরা (Sahih
Bukhari 2:22:301)

২০.পাথর কতৃক কাপড়
চুরি (Sahih Muslim
30:5850, 4:55:616)

২১.নবী কতৃক খেজুর গাছের
কান্না শোনা (Sahih
Bukhari 4:56:784)

২২.খাবার কতৃক আল্লাহর
প্রশংসা করা (Sahih
Bukhari 4:56:779)

২৩. গাছ কতৃক তথ্য প্রদান
(Sahih Bukhari 5:58:199)

২৪.পাথর কতৃক
নবীকে স্যালুট করা (Sahih
Muslim 30:5654)

২৫. দোজখের আগুন কতৃক
আল্লাহর কাছে অভিযোগ
প্রদান (Sahih Bukhari
4:54:482)

২৬. পেট কতৃক আল্লাহর
সাথে বিরোধিতা করা (Sahi
h Bukhari 7:71:614)

২৭. আল্লাহ হাচি পছন্দ
করেন, কিন্তু হাই
তোলা অপছন্দ করেন (Sahih
Bukhari 8:73:242)

২৮.দাড়ি রাখতে হবে মুর্তিপুজক
দের
থেকে আলাদা হতে (Sahih
Muslim 2:500-501)

২৯. কবিতা থেকে পুঁজ উত্তম
(Sahih Muslim 28:5611)

৩০. খারাপ স্বপ্ন
থেকে বাঁচতে বাম দিকে থু থু
ফেলা (Sahih Bukhari
9:87:115)

৩১.খাবার খাওয়ার পর হাত
চাটা বা অন্যের
দ্বারা চাটানো (Sahih
Bukhari 7:65:366)

৩২. প্রার্থনার সময় গ্যাস
ছাড়া আল্লাহর অপছন্দ (Abu
Dawud 1:205 Sahih
Bukhari 1:4:139,
9:86:86)

৩৩. ট্যাটু লাগানো মহিলার
প্রতি রয়েছে আল্লাহর
অভিশাপ (Sahih Bukhari
7:72:826)

৩৪. বিধর্মীদের
থেকে আলাদা হতে চুল
রং করা (Sahih Bukhari
7:72:786)

৩৫.বেজোড় সংখ্যা আল্লাহর
পছন্দের (Sahih Bukhari
8:75:419)

৩৬.লুকিয়ে উকি দেওয়ায়
তার চোখ
গেলে দিলে দোষের কিছু
নেই (Sahih Bukhari
9:83:38-39)

৩৭. বেহেস্তের বৃক্ষ অতিক্রম
করতে প্রয়োজন ১০০ বছর
(Sahih Bukhari
8:76:559t)

৩৮. নারীর নিকট স্বামীর
ভাই মরন সদৃশ (Sahih
Bukhari 7:62:159)

৩৯. জ্বিনের খাবার হাড়
এবং পশুর মল (Sahih
Bukhari 5:58:200)

৪০.রমজান মাসে শয়তান
বাধা থাকে (Sahih
Bukhari 4:54:497)

৪১. তৃষ্ণার্তকে পানি পান
করালেই পতিতার
মিলবে দোজখ
থেকে মুক্তি (Sahih
Bukhari 4:54:538)

৪২. বানর আর শুকর মানেই
যারা পূর্বে বাধ্যযন্ত্র
বাজাতো (Sahih Bukhari
7:69:494)

৪৩. পশুর সাথে যৌনতায় কোন
সমস্যা নেই (Abu Dawud
38:4450, 38:4448)

৪৪.গরুরাও মানুষের
সাথে কথা বলে (Sahih
Bukhari 4:56:677)

৪৫.হারিয়ে যাওয়া উট
বা ভেড়া নিয়ে নবীর
মন্তব্য (Sahih Bukhari
1:3:91)

৪৬.ইদুর
পারে কারো বাড়িতে আগুন
দিতে (Sahih Muslim
23:4994 Al-Muwatta 49
10.21)

৪৭.ইজরাইলের লোকেদের
ইদুর বনে যাওয়া (Sahih
Bukhari 4:54:524)

৪৮.শয়তান পারে না নবীড়
আকার ধারন করতে (Sahih
Bukhari 9:87:123,
9:87:124, 9:87:125,
9:87:126)

৪৯.শুক্রবারে মসজিদের
গেটে দাঁড়িয়ে থাকে ফেরেস্
তারা (Sahih Bukhari
4:54:433)

৫০.নগ্ন অবস্থাতেই সম্ভব
আল্লাহর সাথে মোলাকাত
(Sahih Bukhari 8:76:531,
8:76:532, 8:76:533,
8:76:533)

৫১.শয়তান কতৃক কানে মুত্র
ত্যাগ (Sahih Bukhari
2:21:245)

৫২. ঘুমানোর সময় শয়তান
কতৃক মাথার পেছনে তিন
গেড়ো (Sahih Bukhari
4:54:491)

৫৩.সন্তান জন্মানোর পর
শয়তানের স্পর্শ (Sahih
Bukhari 4:54:506)

৫৪.হাই তুললে তার
প্রতি শয়তান হাসে (Sahih
Bukhari 4:54:509)

৫৫.মল ত্যাগের
সাথে ক্ষতিকারক বা খারাপ
কিছুর সম্পৃক্ততা (Sahih
Bukhari 1:4:144)

৫৬.কিবলা মুখি হয়ে মল
ত্যাগ নিষেধ (Sahih
Bukhari 1:4:215)

৫৭.কালো কুকুর মানেই
শয়তান (Sahih Muslim
4:1032 )

৫৮. ঈমামের
সামনে মাথা তুললেই
সে পরিনত হবে গাধায়
(Sahih Bukhari 1:11:660)

৫৯. দাড়িয়ে পানি পান
করলে বমি করতে হবে (Sahi
h Muslim 23:5022)

৬০.প্রার্থনার সময় ওপর
দিকে তাকালে হারাবে দৃষ্ট
শক্তি (Sahih Muslim
4:862, 4:863)
সংগ্রহীত।